A Complete Guide for Travelers (Ajodhya Hill, pirulia)

শীতের ছুটিতে পুরুলিয়া বেড়াতে আসবেন কিন্তু থাকার জায়গা না পাওয়ার জন্য ভেবে উঠতে পারছেন না, আসবেন কি আসবেন না। গুগলে সার্চ করেও প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন না আর ট্রাভেল এজেন্টদের অতিরিক্ত দর মনেও ধরছে না; তাহলে, আজ আপনার সব সমস্যার সমাধান হতে চলেছে। আজ এই পোস্টে আপনি পাবেন অযোধ্যা পাহাড় ও আসপাশের প্রায় সমস্ত প্রাইভেট হোটেল, লজ, রিসর্ট, হোমস্টে গুলির খোঁজখবর। আগের পোস্টে সমস্ত সরকারি গেস্ট হাউস গুলির খোঁজখবর দেওয়া হয়েছিল, যারা এখনো ওই পোস্টটি দেখেননি তারা এই পোস্টের নিচে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।
তাহলে আর কথা না বাড়িয়ে দেখা যাক এবার শীতে অযোধ্যা পাহাড় বেড়াতে এলে আপনার থাকা-খাওয়ার ব্যাবস্থা কোথায় হতে পারে।
_______________________________________
অযোধ্যা পাহাড় ও তার আসপাশে থাকার জায়গা :
1) আরণ্যক লজ
(বাড়েরিয়া, বাগমুন্ডি)
(near pump storage project)
Contact : janardanmurari42@gmail.com
Mob : 9932725555 /9732394115
2) মানভুম ট্যুরিস্ট লজ
(বাড়েরয়া, বাগমুন্ডি)
Mob : 9734776894
3) কঙ্কা ট্যুরিস্ট লজ
(অযোধ্যা মোড়)
Mob : 9732134656
4) শ্রীদুর্গা লজ
(অযোধ্যা মোড়)
Mob : 9785363833 / 9933907348
5) রেনুকা লজ
(অযোধ্যা মোড়)
Mob : 9647595073 / 9732089041
6) স্টার লজ :
(বাগমুন্ডি থানার সামনে)
Mob : 9002114701
7) হিলভিউ লজ (8942961501)
8) পরিবার লজ (8159850044)
9) এছাড়া আছে ডে সেন্টার, শাল-পিয়াল লজ, দীপশিখা (9564169591), হিলটপ লজ ( 8972111906), ভারত সেবাশ্রম সংঘ (03252-202894 / 9434877570)
10) অভয়া লজ (বাগমুন্ডি)
Contact : 8420935330
এছাড়াও থাকতে পারেন লায়ন্স ক্লাবের গেস্ট হাউসে।
Ajodhya Guest House
(Implemented by Mandara Lions Club)
(সাহেবডি, অযোধ্যা, বাগমুন্ডি)
Mob : 8348693400
প্রতিটি গেস্টহাউসেই খাওয়া দাওয়ার ব্যাবস্থা আছে, তাছাড়াও আহারাদি করতে পারেন হোটেল পরিবার, হিলটপ হোটেল, হিলভিউ হোটেল, জয়শ্রীগুরু হোটেল, জগবন্ধু হোটেলে।
এবিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন অযোধ্যা পাহাড় ট্যুরিজম হেল্প সেন্টারে। এটি অযোধ্যা পাহাড় রাম ঠাকুর মেমোরিয়াল আদিবাসী ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা পরিচালিত হয়।
যোগাযোগ : 8972119890.
_________________________________________
যাঁরা #টেন্ট, কটেজে থাকতে ভালোবাসেন তাঁদের জন্যও রইল কয়েকটি ঠিকানা।
1) বুগিয়ালের সোনাকুপি বানজারা ক্যাম্প :
Contact : 9732294515 / 9635773301
2) খয়রাবেড়া রিসর্ট :
Cottage : 4000+GST/NIGHT
Tent : 5000/6000/7000 + GST /Night
Contact : 9830169694
3) বনপলাশী ইকো হাট, মুরগুমা :
Pricing :
starting from 1800/night (2 Person)
2400/night (Tent)
contact : 98743-61951
4) পলাশ বিতান, মুরগুমা :
starting from 900/night (2 person)
contact : 9674222670
____________________________________
যারা একটু অন্য ভাবে সস্তায় ছুটি কাটাতে চান তাঁরা থাকতেই পারেন #হোমস্টেতে। তাই সঙ্গে রইল দুটি হোমস্টের ঠিকানা :
1) ছৌবুরু হোমস্টে :
contact : 9732294515
2) কিরিবেরা হোমস্টে :
(পাহাড়ের নিচে গ্রামের মাঝে বাড়ি)
Rooms Available : 5 Rooms, Non Ac Double Bed
(Dormitory & Car Rental Available)
Contact : 8622042958 /8240236767
*কিরিবেরা থেকে মুরুগুমা হয়ে অযোধ্যা ৩৩ কিমি।
______________________________________
পুরুলিয়াতে কার রেন্টাল এর জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে : 8967569357
_____________________________________
বাইরে থেকে পুরুলিয়াতে আগত পর্যটক বন্ধুগন যাতে #সরাসরি লজ/হোমস্টের সাথে #যোগাযোগ করতে পারেন এজন্যই আমাদের এই উদ্যোগ। এই লিস্ট পুরুলিয়াতে আগত #পর্যটক #বন্ধুদের প্রয়োজনীয় সময়ে #কাজে #লাগবে#আপনিও আপনার পরিচীত বন্ধুদের #ট্যাগ/#শেয়ার #করুন যাঁরা এবছর কিংবা আগামীদিনে পুরুলিয়া আসতে চান।
____________________________________
যে সমস্ত লজ/ হোমস্টে/ কার রেন্টাল ওনার এই পোস্ট দেখছেন তাঁদের অনুরোধ আপনাদের কোনো তথ্য দেওয়া না থাকলে/ভুল তথ্য থাকলে আমাদের ইনবক্সে জানান, আমাদের পরবর্তী পোস্টে আপডেট করে দেব। আসুন আপনিও #সঙ্গী হোন আমাদের।  পুরুলিয়াকে পর্যটন মানচিত্রে আরো উজ্জল করে তুলি।

contact us on facebook

Comments

Popular posts from this blog

সত্যিই কি ভুতুড়ে স্টেশন বেগুনকোদর ? (Begunkodor story in Bengali : Story of the Most Hunted Rail Station of India as well as World )

Story of Dasharath Manjhi in Bengali : (মাঝি : দ্যা মাউন্টেন ম্যান এর গল্প)

A Complete Guide to book govt. guesthouses in ajodhya hill