A Complete Guide to book govt. guesthouses in ajodhya hill

#A #Complete #Guide #for #Travelers :
শীতে অযোধ্যা পাহাড় বেড়াতে আসার প্ল্যান করছেন কিন্তু থাকার জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। চলুন আজ আমরা আপনাকে দেব অযোধ্যা পাহাড়ের আসপাশে বেশ কয়েকটি থাকার জায়গার খোঁজখবর।
আসলে এই পোস্ট টিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। আজ প্রথম অংশে থাকছে অযোধ্যা পাহাড় ও তাঁর আসপাশে এবং পুরুলিয়া শহরের সরকারি গেস্টহাউস,বনবাংলো,রিসর্ট গুলির খোঁজ খবর। এখনো বেশকিছু সিট খালি রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে নিন। চলুন তাহলে প্রথমে দেখা যাক....
a) পুরুলিয়া শহর ও আসপাশে সরকারি অতিথিনিবাসের ঠিকানা :
____________________________
1) যুব আবাস পুরুলিয়া (Purulia Youth Hostel) :
#Rooms Available :
Ac /Non Ac Double Bedded, Triple Bedded, 4 Bedded Rooms & Dormitory (75 seat, 175/head) Available
#Address :Jila Yuba Kendra, Ranchi Road,P.O+Dist-Purulia,Pin-713101
#Contact Info :03252224742
#Nearest Railway Station :Purulia
#Check-In and Check-Out Time 9:00 AM and 8:30 AM
#Booking করতে পারবেন এই ওয়েবসাইট থেকে :
https://youthhostelbooking.wb.gov.in
*
পুরুলিয়া যুব আবাস ছাড়াও আর যে দুটি যুব আবাস রয়েছে সেগুলি হল --
#যুব আবাস, মুরগুমা :
Rooms Available : 2 Non Ac Double Bed
#যুব আবাস, বাগমুন্ডি :
Rooms Available : 2 Non Ac Double Bed
#কোলকাতাতে যুব-আবাস বুকিং এর জন্য যোগাযোগ এর ঠিকানা :
Dorectorate of Youth Services, 32/BBD Bag South Standard Building, II Flr, K-1, Tel. 2248-0626/3744/22109206
পুরুলিয়া শহরের অদুরেই রয়েছে ডিয়ার পার্ক। রাত্রি যাপন করতে পারেন সেখানেও।
2) Surulia Deer Park :
Rooms Available : 2 Non Ac Double Bed
#Nearest Railway Station : Purulia
#Contact :
DFO Kansabati Soil Con
Div. II
03252-222604
_____________________________
অযোধ্যা পাহাড়ের আস-পাশে রয়েছে বেশ কয়েকটি ফরেস্ট বাংলো।
১) অযোধ্যা ফরেস্ট গেস্ট হাউস :
Rooms Available : 2 Non Ac Double Bed
২) মাঠা ফরেস্ট গেস্ট হাউস :
Rooms Available : 2 Non Ac Double Bed
৩) বলরামপুর ফরেস্ট গেস্ট হাউস :
Rooms Available : 2 Non Ac Double Bed
ফরেস্ট গেস্ট হাউসগুলি বুকিং করতে পারবেন এখান থেকে :
DFO Purulia Div. Purulia, 03252-222329
mail : dfopfd@gmail.com
মাঠাতে ফরেস্ট ডিপার্টমেন্ট এর ট্রি হাউস রয়েছে। প্রকৃতি প্রেমীদের থাকার আদর্শ জায়গা।
Matha Tree House :
Room Available : Single room with Double bed
Attached bathroom
And kitchen (বারান্দা সহ)
বুকিং করতে পারবেন এই ওয়েবসাইট থেকে...
www.wbsfda.gov.in
_____________________________
এছাড়াও অযোধ্যা পাহাড়ে রয়েছে কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট এরিয়া কর্পোরেশন এর বেশ কয়েকটি অতিথি নিবাস। এগুলো রয়েছে পাহাড়ের উপর।
#অযোধ্যা CADC গেস্টহাউস :
Rooms Name :
Niharika, Malabika, Manasi, Malancha, Anamika, Balaka, Bibhabari, Upekhita.
CADC এর নীহারিকা ,মালবিকা ও বিভাবরী লজের বুকিং হয় কলকাতার ওয়েলিংটন স্কোয়ারের অফিস থেকে। এছাড়া পুরুলিয়া ও অযোধ্যা পাহাড়েও সরাসরি বুকিং করা যায়।
ফোন নম্বর : 033-22377041-43 ,
এছাড়া CADC এর অফিস-ইন-চার্য সুজয় বাবুর মোবাইল নম্বর 8001934058,
গৌরবাবুর মোবাইল নম্বর 7501524345.
Rooms Avaliable : Double Bedded & Single Bedded Rooms & Dormitory Available
মালবিকায় তিনটি নন এটাচ বাথ ডবলবেড রুম 500/- , ছ'টি এটাচ বাথ ডবলবেড রুম 800/- , চারটি এসি রুম 1200/- টাকা করে ভাড়া । ডরমিটরি 150/- প্রতি বেড । নীহারিকা-য় স্যুট 3000/-, এসি ডবলবেড 1500/- ও 1200/-, নন এসি ডবলবেড 800/-, ডরমিটরি 300/- প্রতি বেড ; বিভাবরী-র সব রুমই এসি 1500/- টাকা।
Purulia Office Contact : WB CADC, Nilkuthidanga, Purulia.
03252-225726
অযোধ্যা পাহাড় ছাড়াও পুরুলিয়া শহর থেকে  কিমি দূরে (অযোধ্যা পাহাড় থেকে কিমি দূরে) কুমারী কাননে রয়েছে CADC এর একটি খুব সুন্দর গেস্ট হাউস।
Kumari Kanan :
Rooms Available : 4 Non Ac Double Bed
Dormitory Available (3 beded & 5 beded)
Contact : WB CADC, Nilkuthidanga, Purulia.
03252-225726
___________________________
অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরুর পাশেই রয়েছে একটি ইকো রিসর্ট।
Gargaburu Eco Resort #Room rent - Six Beded Room x 2
#Accomodation 12 person Lodging & fooding @1000 per head per day
online booking website(1) :
http://www.egraminhaat.com/product_info.php?products_id=193
website(2) : http://gargaburuecoresort.in
#Contact number (Subha Guha Roy)- 9433245073,8420160533
*Availabliities are taintative & subject to vary

#এই পোস্টটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এটি প্রথম অংশ।  এতে পুরুলিয়া শহর ও অযোধ্যা পাহাড়ের নিকটবর্তী এলাকার সরকারি গেস্ট হাউসগুলির খোঁজ দেওয়া হয়েছে। পুরুলিয়া জেলার অফিসিয়াল ট্যুরিজম ওয়েবসাইট puruliatourism.in থেকে আরো ডিটেলস পাবেন। এই পোস্ট-এর দ্বিতীয় অংশে থাকবে অযোধ্যা পাহাড় ও তাঁর আসপাশ এলাকার #প্রাইভেট হোটেল, লজ, রিসর্ট ও হোমস্টে গুলির খোঁজ-খবর।
#
খোঁজ নিয়ে দেখুন, উপরের কোনখানে ঠাঁই পেয়ে গেলে তো ভালোই।
#আপনার পরিচিত কেউ যদি পুরুলিয়া #বেড়াতে আসার প্ল্যান করছেন তাহলে ওনাকে অবশ্যই #শেয়ার/ট্যাগ করুন এই পোস্টটি। ওনার কাজে লাগতেই পারে।
তাহলে আজকের মতো এখানেই শেষ।
টাটা-বাইবাই,
ভালো থাকুন সব্বাই।
#
পুরুলিয়া পর্যটন ও কালচার সম্পর্কে আরো জানতে কিংবা নিয়মিত আপডেট পেতে লাইক কিংবা ফলো করে রাখুন Purulia Tourism পেজটিকে।

Comments

Popular posts from this blog

সত্যিই কি ভুতুড়ে স্টেশন বেগুনকোদর ? (Begunkodor story in Bengali : Story of the Most Hunted Rail Station of India as well as World )

Story of Dasharath Manjhi in Bengali : (মাঝি : দ্যা মাউন্টেন ম্যান এর গল্প)